জাতীয়

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, ফিরছেন অনেকে

ছবি: সংগৃহীত

দেশে পবিত্র ঈদ উল ফিতরের টানা নয় দিনের ছুটি চলছে। ঈদ উদযাপনে প্রায় সবাই ঈদের আগেই বাড়ি গেলেও, নানা কারণে অনেকে যেতে পারেননি। ঈদ পরবর্তী দিনগুলোকে বাড়ির পথে যাত্রার দিন হিসেবে বেছে নেন তারা। সে অনুযায়ী, আজ তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছেন। আবার ঈদ উদযাপন শেষে ফিরছেন অনেকেই।

বুধবার (২ এপ্রিল) ভোর থেকে রাজধানীর সদরঘাট, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে অনেকে বাড়ির পথে রওনা দিচ্ছেন। আবার কেউ কেউ পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন রাজধানীর বাইরে। 

গাবতলী বাস টার্মিনালের মতো একই চিত্র ঢাকার সদরঘাটে

লঞ্চ কর্তৃপক্ষ বলছে, এ বছর ছুটি বেশি হওয়াতে সাধারণ মানুষ ধীরে ধীরে এখনও ঢাকা ছাড়ছে। আবার কেউ কেউ জরুরি কাজে ঢাকায় ফিরছেন।

গাবতলী বাস টার্মিনাল ও সদরঘাটের পর রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও তেজগাঁও স্টেশনে গিয়েও দেখা গেল, কেউ ফিরছেন আবার কেউ পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন। 

সকাল থেকে এ পর্যন্ত ধুমকেতু, পারাবত, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, সুন্দরবনসহ ৯টি ট্রেন ছেড়ে গেছে। দক্ষিণ ও উত্তরাঞ্চলের কোনো ট্রেনেই সকাল থেকে কোন শিডিউল বিপর্যয় নেই। সময়মতোই স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন।

এবার ঈদের ছুটি বেশ লম্বা হওয়ার কারণেই এখনও বাড়ি যাচ্ছেন অনেকে। ঝক্কিঝামেলা থেকে কিছুটা নিস্তার পেতেই এই সময়ে বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন