আন্তর্জাতিক

মিয়ানমারে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা জান্তা বাহিনীর

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং ছবি: সংগৃহীত

মিয়ানমারে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। বিরোধী গোষ্ঠীগুলোর সম্মতি ছাড়াই একতরফাভাবেই সামরিক বাহিনী এ ঘোষণা দিলো।

গেলেঅ  শুক্রবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিশ্চিত করতেই এ ঘোষণা দেওয়া হয়েছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম এমআরটিভির এক প্রতিবেদনে বলা হয়, গ্যালো বুধবার থেকে আসছে ২২ এপ্রিল পর্যন্ত এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ সরাতে  এর আগে দেশটির সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। এবার তাদের পথে হাঁটলো ক্ষমতাসীন সামরিক সরকারের সেনাবাহিনী। তবে জান্তা বাহিনী সতর্ক করে বলেছে,  এখন কোনোভাবেই কারও উপর হামলা চালানো যাবে না এবং পুনরায় সংগঠিতও হওয়া যাবে না। এ নিয়ম মানা না হলে তাদের বিরুদ্ধে 'প্রয়োজনীয় ব্যবস্থা' নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে সামরিক বাহিনী।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন