বাংলা নববর্ষে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, নববর্ষের আয়োজনে যাতে কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের শান্তিপূর্ণ ও নিরাপদ উৎসব নিশ্চিত করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ৮ মাসে আইন-শৃঙ্খলা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যতটুকু সন্তুষ্ট আমিও ততটুকু সন্তুষ্ট।
বাটাসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও জানান, কোথাও অস্থিরতা তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নববর্ষের শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না, সে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে ১০ এপ্রিল চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
তিনি আরও বলেন, ‘আজকের সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি। যেহেতু শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ারও তাদের।’
এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়েছে। বাঙালিদের পাশাপাশি ২৬টি ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও এই উৎসবে অংশ নেবেন।
এসি//