অপরাধ

অপহরণ নয়, ষড়যন্ত্রের অভিযোগে মডেল মেঘলাকে গ্রেপ্তার : ডিএমপি

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকাসহ একাধিক অভিযোগে মডেল মেঘলা আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার করার মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে ডিএমপি উপ-কমিশনার জানিয়েছেন।

তালেবুর রহমান জানান, সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগটি সঠিক নয়। মেঘলা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে বলেও জানান তিনি

এর আগে গেলো বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

পরবর্তীতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতে তোলা হলে তাকে ৩০ দিনের জন্য কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত।

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অক্টোবর মেঘনা আলম ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক পুনর্ব্যবহার এবং নারীদের স্বাবলম্বী করতে নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগের জন্য এই পুরস্কার লাভ করেন তিনি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন