খেলাধুলা

লিভারপুল-সালাহ সম্পর্কের মেয়াদ বাড়লো দুই বছর

ছবি: লিভারপুল এফসি

মোহাম্মদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। সেই আলোচনা অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছেছে। সালাহর সঙ্গে নতুন চুক্তি করেছে লিভারপুল। এই ফুটবলার থাকছেন ২০২৭ সাল পর্যন্ত।

শুক্রবার (১১ এপ্রিল) সালাহর সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর খবর প্রকাশ করে লিভারপুল।

লিভারপুলের ওয়েবসাইটে দেওয়া সালাহর বক্তব্য, চুক্তিতে সই করেছি, কারণ আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে এবং নিজের খেলাটা উপভোগ করতে পারব। এটা দারুণ ব্যাপার। কারণ, সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। আট বছর খেলেছি, আশা করি, এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কাটিয়েছি।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, (সমর্থকদের প্রতি) বলতে চাই, এখানে থাকতে পেরে আমি খুব খুশি। সই করেছি। কারণ, আমি বিশ্বাস করি একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব...ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিততে যাচ্ছি।

সালাহ ২০১৭ সালে এএস রোমা থেকে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন। এরপর তার ঝুলিতে জমেছে একাধিক ট্রফি; প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, কমিউনিটি শিল্ড, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন