চাঁদা না পেয়ে শ্রমিককে ছুরিকাঘাত

পাবনার ঈশ্বরদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) ১৩০ মিটার রাস্তার কাজে চাঁদা না দেয়ায় এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের মিলন নামের এক শ্রমিককে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতিকারীরা।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাচলা গ্রামে এই ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন জানান, তার কাছে থেকে ৩০ হাজার টাকা চাঁদা চায় কিছু দুষ্কৃতিকারীরা। পরে চাঁদার টাকা না দেয়ায় অতর্কিত ছুরিকাঘাত করে তাকে আহত করা হয়। পরে কাজটি বন্ধ করতে বাধ্য হয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি
স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায় ১ হাজার মানুষের চলাচলের এক মাত্র রাস্তা এটি। দীর্ঘদিন যাবত মালামাল বহন ও রুগীদের নিয়ে যাতায়াত সমস্যা ও বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী ছিল। রাস্তাটির কাজ শুরু হওয়াতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। দ্রুত এই রাস্তার কাজটি শেষ না হলে বর্ষাকালে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাই চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে রাস্তাটির কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি ওই এলাকার মানুষের।
এ বিষয়ে তদন্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।
আই/এ