রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৪ টা ৫২ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পে এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪ টা ৫২ মিনিটে সৃষ্ট এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আগরতলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, আগরতলা থেকে ১৫ কি.মি. উত্তর পশ্চিম দিকে সৃষ্ট এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ১০ কি.মি. গভীরে।
সম্প্রতি ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত হয়েছে প্রতিবেশি দেশ মিয়ানমার। এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও।
আই/এ