খেলাধুলা

দক্ষিণ আমেরিকার চাওয়া, ২০২৩ বিশ্বকাপ ৬৪ দলের হোক

ছবি: ফিফা

আগামী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের চিন্তাভাবনা চলছে। এর আগে গত ৬ মার্চ উরুগুয়ে ফুটবল থেকে এমন প্রস্তাব জানানো হয়। এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন, কনমেবল থেকে ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।

সম্প্রতি কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।

কনমেবলের ৮০তম সাধারণ কংগ্রেসে নিজের উদ্বোধনী ভাষণে দমিনগেজ বলেন, আমরা নিশ্চিত যে শতবর্ষ উদ্‌যাপনটি দারুণ কিছু হতে যাচ্ছে। কারণ, ১০০ বছর শুধু একবারই উদ্‌যাপন করার সুযোগ পাওয়া যায়। আর এই কারণেই আমরা প্রথমবারের মতো তিনটি মহাদেশে ৬৪ দল নিয়ে শতবার্ষিকী আয়োজনের প্রস্তাব দিচ্ছি।

যদি ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের হয়ে তবে দক্ষিণ আমেরিকা থেকে ১০ টি দেশ অংশ নিতে পারবে। কনমেবল থেকে কেবল ভেনেজুয়েলা এখনো বিশ্বকাপ খেলেনি। এছাড়াও বিশ্বকাপ ম্যাচের সংখ্যা ১২৮ এ দাঁড়াবে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন