ফিলিস্তিনিদের বাস্ত্যচুতির প্রস্তাব প্রত্যাখান করলো সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, তাঁর দেশ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে কোন প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখান করে।
শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন সৌদির এই মন্ত্রী।
গাজা থেকে প্রায় ২১ লাখ ফিলিস্তিনি নাগরিকদের অন্যত্র সরিয়ে উপত্যকাটিকে রিভারিয়া বানানোর প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ সম্মেলনে এদিন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানান। এছাড়া অবরুদ্ধ উপত্যকাটিতে যেন মানবিক সহায়তা নির্বিঘ্নে প্রবেশ করতে পারে তার ওপর গুরুত্বারোপ করেন।
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গেলো ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল।
এনএস/