মুখ খুলবেন হৃদয়! মাঠের ঘটনায় হলেন এক ম্যাচ নিষিদ্ধ

আবাহনী-মোহামেডান ম্যাচ ঐতিহ্যবাহী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শনিবার (১২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে মাঠে নেমেছিল দুই দল। ম্যাচটিতে আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান। এই ম্যাচে ঘটে গেছে কিছুটা উত্তপ্ত কাণ্ড।
মোহামেডানের অধিনায়ক ছিলেন তাওহিদ হৃদয়। হৃদয়ের সঙ্গে ম্যাচের এক পর্যায়ে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের তর্ক-বিতর্ক হয়। এর জেরে হৃদয়কে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি লেভেল ওয়ান ভঙ্গের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা বা শাস্তি হওয়ার আগে অবশ্য হৃদয় তার প্রতিক্রিয়া জানিয়েছেন। যার এক পর্যায়ে তিনি বলেন, 'ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।'
কী হয়েছিল জানতে চাওয়া হলে জাতীয় দলের এই ব্যাটার বলেন, 'যেটা ঘটেছে, সবকিছু ব্যাখ্যা করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তাঁরাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তাঁরা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন, এটা ভুল নয়, তাহলে হবে না।'
এরপর হৃদয় বলেন, 'তিনি আন্তর্জাতিক আম্পায়ার, তাঁকে আমরা সম্মান করি। আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এমন ম্যাচে দুই-একটা সিদ্ধান্ত অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে।'
ঘটনাটি ছিল আবাহনী ইনিংসের অষ্টম ওভার। পেসার ইবাদত হোসেনের বল মোহাম্মদ মিঠুনের প্যাডে আঘাত করে। মোহামেডানের ক্রিকেটাররা আবেদন করলেও, আম্পায়ার তানভীর আহমেদ সাড়া দেননি। এরপর হৃদয়সহ অন্যরা এর প্রেক্ষিতে প্রতিবাদ জানাতে থাকেন। সেসময় আম্পায়ার সৈকত খেলোয়াড়দের শান্ত করতে গেলে, তার সঙ্গেও তর্কে জড়ান মোহামেডানের খেলোয়াড়রা।
একই ঘটনায় হৃদয়ের মোহামেডান সতীর্থ ইবাদত হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, সঙ্গে যোগ হয়েছে ৩ টি ডিমেরিট পয়েন্ট।
এমএইচ//