আন্তর্জাতিক

শেষ হলো পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, যা আলোচনা হলো

ইরানের পরমাণূ কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। শনিবার বিকেলে ওমানের রাজধানী মাস্কটে শুরু হওয়া এই বৈঠক আড়াই ঘণ্টা ধরে চলে । ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।  

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক পরিবেশ ও পারস্পারিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হওয়া এই বৈঠক কয়েক মিনিট আগে শেষ হয়েছে। আগামী সপ্তাহে আবারও দুই পক্ষ আলোচনায় বসবে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বেশকিছু সময় ধরে নিজেদের মধ্যে কথা বলেছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়।

সংবাদসংস্থা রয়টার্স বলছে, পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমানো ও বন্দী বিনিময় নিয়ে আলোচনা হয়েছে।  

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন