জাতীয়

আমরা একটি শান্তিপূর্ণ ও সহনশীল বাংলাদেশ চাই: সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

আমরা শান্তিপূর্ণ ও সহনশীল বাংলাদেশ গঠন করতে চাই।' অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষ বিহীন দেশ গড়ে তুলতে চাই। বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ এপ্রিল) সকাল রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে তিনি এসব বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ মিলেমিশে, ভালোবাসা ও সম্মানের পরিবেশে বসবাস করতে পারে। হিংসা বিদ্বেষ নয়, বরং সম্প্রীতি ও সহমর্মিতার ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরেই পাশাপাশি বসবাস করে এসেছে। আজকের এই অনুষ্ঠান তারই এক নিদর্শন। এটা শুধু একটি ভবনের ভিত্তিপ্রস্তর নয়, বরং সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা, একটি সম্প্রীতির প্রতিচ্ছবি।’

সেনাপ্রধান গৌতম বুদ্ধের শিক্ষা তুলে ধরে বলেন, বুদ্ধের যে নীতি, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষ বিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। এই দেশ সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই।

পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে আমরা প্রস্তুত। দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানশেষে সেনাপ্রধান সবার প্রতি আহ্বান জানান-’মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ হারানো যাবে না। আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি।‘

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন