কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে এক নারীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ছকিলা বেগম (৫৬)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
রোববার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, স্বামী বাড়ীতে না থাকায় নিজ ঘরে একাকি ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত ৪টার দিকে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ উপরে ছকিলা বেগমের ঘরের উপর পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন।
ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের ওপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ কেটে সড়ানোর পর সকাল ৬ টায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় চা বিক্রেতা ছবিকুল ইসলাম জানান, ‘ভোর সাড়ে ৪ টায় জকুরটল বাজারে দোকান খুলতে যায় এবং পাশেই চিৎকার শুনতে পাই। পরে সেখানে গিয়ে দেখি সকিনা বেগম বিছানায় শুয়ে থাকা অবস্থায় বিশাল একটি ভেল্লির গাছ পড়ে তার মৃত্যু হয়েছে। পরে দেড় ঘন্টার প্রচেষ্টায় গাছ কেটে লাশ উদ্ধার করা হয়’।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আই/এ