অর্থনীতি

বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে : বিডা চেয়ারম্যান

ফাইল ছবি

সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার একশকোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছেএছাড়া আরও বিনিয়োগ প্রস্তাব পাইপ লাইনে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডা চেয়ারম্যান।

বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোন বিষয়গুলো  চ্যালেঞ্জের- এমন প্রশ্নের জবাবে আশিক চৌধুরি বলেন, যারা এবার প্রথম বাংলাদেশে এসেছেন, তারা জানিয়েছেন, বাংলাদেশে না এসে এদেশের প্রকৃত চিত্র সম্পর্কে বোঝা কঠিন। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশকে ঘনবসতীপূর্ণ দক্ষিণ এশীয় দেশ হিসেবে চিহ্নিত করা হয়।

তিনি বলেন, দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা সচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডা চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য।

ট্রান্সশিপমেন্ট বাতিল সম্পর্কে তিনি আরও বলেন, এটিকে তিনি সুযোগ বলে মনে করেন। কারণ এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ এয়ারপোর্টগুলোকে আপগ্রেড করার সুযোগ তৈরি হবে। এছাড়া  ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

বিনিয়োগ সম্মেলনের ব্যয় সম্পর্কে বিডার চেয়ারম্যান জানান, এ সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা। সব মিলিয়ে চার দিনের এই সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

এসময় প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেপালের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশ দিয়েছেন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন