নাগালের বাইরে ইলিশের দাম

বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম,ইলিশের দাম আকাশচুম্বী। সাধারণ ক্রেতার নাগালের বাহিরে।
রোববার (১৩ এপ্রিল) পটুয়াখালীর কুয়াকাটা অবস্থিত দেশের অন্যতম পাইকারি মাছ বাজার মহিপুর ও আলীপুরে ইলিশ মাছের দামের এ তথ্য জানা যায়।
সরেজমিনে জানা যায়, এ বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ' থেকে ২৫শ' টাকা কেজি দরে। ৭শ' থেকে ৯শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ' থেকে ১৮শ' টাকা কেজি দরে। ৫ শ' থেকে ৭ শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ' টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ' থেকে ৮ শ' টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। পটুয়াখালী বিভিন্ন আড়ৎ থেকে ইলিশ বাংলাদেশ প্রায় সকল জেলা সহ রাজধানীতে আমদানি করা হয়ে থাকে।
মাছ কিনতে আসা আ: রহিম মিয়া বলেন, ‘ইলিশ মাছ কিনতে এসে দেখি ইলিশের দাম চড়া, এখন আর কি করার দাম অনুযায়ী টাকা নাথাকায় অন্য মাছ কিনে নিতে হল। এবার ইলিশ পান্তা আর খাওয়া হল না’।
মহিপুর হালাদার মৎস্য আড়ৎ মালিক মো: জলিল হাওলাদার বলেন, ‘সাগরে মাছ নেই,পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে ইলিশের বেশ চাহিদা,মাছ চাহিদা অনুযায়ী না থাকায় ইলিশের দাম স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। তাই আমাদের কিছুই করার নেই আর উৎসব পালন করতে গেলে একটু দাম বেশি দিয়ে কিনে নিতে হবেই’।
আই/এ