আন্তর্জাতিক

গাজাকে আরও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেছেন, ‘গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং আরও বেশি বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে।’

তিনি বলেন, ‘ফিলাডেলফি করিডোর এবং মোরাগের মধ্যবর্তী এলাকাটি এখন ‘ইসরাইলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে।’

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আরও লিখেন, ‘ইসরাইল উত্তর গাজার বাফার জোনও প্রসারিত করেছে, কয়েক হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে এবং ভূখণ্ডের কিছু অংশকে ইসরাইলি  নিরাপত্তা অঞ্চলে রূপান্তর করেছে।’

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলো একটি বৃহত্তর কৌশলের অংশ যার লক্ষ্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে জিম্মিদের মুক্তির চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া। যতক্ষণ পর্যন্ত হামাস ইসরাইলের শর্ত প্রত্যাখ্যান না করে ততক্ষণ ইসরাইলি সামরিক বাহিনী ক্রমবর্ধমান অভিযান চালিয়ে যাবে।

সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়া অঞ্চলের পাশাপাশি পুরো রাফাহ শহর এবং খান ইউনিসের কিছু অংশে জোরপূর্বক উচ্ছেদের আদেশ জারি করেছে। শনিবার, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা রাফাহ ঘেরাও সম্পূর্ণ করেছে এবং এটিকে খান ইউনিস থেকে আলাদা করে মোরাগ অক্ষ স্থাপন করেছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন