দিল্লি অধিনায়ক অক্ষর গুনলেন জরিমানা

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। রোববার (১৩ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ রানে পরাজিত হয় দিল্লি।
আইপিএলের কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, এক মৌসুমে প্রথমবার কোনো দল স্লো ওভাররেটের দায়ে অভিযুক্ত হলে দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হবে। চলতি আসরে শুরুতেই ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম নেই। জরিমানার পাশাপাশি ম্যাচ চলাকালে ফিল্ডিংয়ে বিধিনিষেধ হতে পারে স্লো ওভাররেটে অভিযুক্ত দলের।
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অবশ্য গতকাল মুম্বাইয়ের বিপক্ষে পরাজয়ের আগে টানা ৪ ম্যাচ খেলে চারটিতেই জয়ী জয় দিল্লি। মুম্বাইয়ের বিপক্ষে জয় প্রায় তুলেই নিয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে গিয়ে ৩ টি রানআউটের ফলে ২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১৯৩ রানেই অলআউট হয় দলটি।
এমএইচ//