দেশে ইন্টারনেটের দাম আরও ৩ স্তরে কমছে: ফয়েজ আহমদ

দেশে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব।
সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফয়েজ আহমেদ জানান, ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তিনটি স্তরে—আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন (এনটিটিএন) পর্যায়ে ১৫ শতাংশ হারে ইন্টারনেটের দাম কমাবে।
তিনি লেখেন, এর আগেও আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ—মোট ২০ শতাংশ দাম হ্রাস করেছে।
এছাড়া আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর সংগঠন আইএসপিএবি ঘোষণা দিয়েছে, এখন থেকে ৫০০ টাকায় গ্রাহকরা ১০ এমবিপিএস গতির ইন্টারনেট পাবেন, যেখানে আগে একই দামে ৫ এমবিপিএস পাওয়া যেত।
ফয়েজ আহমেদ জানান, এসব পদক্ষেপের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থায় অন্তত তিন থেকে চারটি স্তরে মূল্য হ্রাস কার্যকর হয়েছে। এখন বাকি আছে শুধুমাত্র মোবাইল অপারেটরদের পক্ষ থেকে মূল্য কমানোর ঘোষণা।
তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যেই মোবাইল কোম্পানিগুলোকে বিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। তাই ইন্টারনেটের দাম না কমানোর আর কোনও যৌক্তিক কারণ নেই।’
তার ভাষায়, সরকার মোবাইল অপারেটরদের যথাযথ নীতিগত সহায়তা দিয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পাইকারি দামে ছাড় দেওয়া হয়েছে। এখন সময় হয়েছে মোবাইল কোম্পানিগুলোর জাতীয় উদ্যোগে অংশ নেওয়ার।
ফয়েজ আহমেদ আরও জানান, সরকার দুই ধাপে মোবাইল অপারেটরদের কাছ থেকে মূল্যছাড় প্রত্যাশা করছে—
১. মার্চে শুল্ক সমন্বয়ের অজুহাতে মোবাইল অপারেটররা যে দাম বাড়িয়েছিল, সেটি পুনরায় কমানো।
২. আন্তর্জাতিক গেটওয়ে, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে যেসব হারে দাম কমানো হয়েছে, তার অনুপাতে গ্রাহক পর্যায়েও দাম কমানো।
তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই তিনটি বেসরকারি মোবাইল অপারেটর যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছে মোবাইল ইন্টারনেটের দাম কমাবে। একইসঙ্গে জানান, ‘দেশের মোবাইল ইন্টারনেটের মান নিয়ে প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। সরকার গ্রাহকস্বার্থে প্রয়োজনীয় ও যৌক্তিক পদক্ষেপে প্রতিশ্রুতিবদ্ধ।’
ফয়েজ আহমেদ আশা প্রকাশ করেন, মোবাইল ইন্টারনেটের মূল্য হ্রাস দেশের চলমান মূল্যস্ফীতিও কিছুটা প্রশমিত করবে।
এসি//