প্রেম করব কীভাবে? সব নায়ক তো বিবাহিত : দীঘি

শোবিজ জগতে পদচারণা শুরু সেই গুড়ি গুড়ি ছোট্ট পায়ে। তখন বয়স সবে কয়েক বছর। অভিনয়ে স্নিগ্ধ মুখ আর নিষ্পাপ চোখের দীঘিকে দেখে দর্শক বলেছিলেন , বড় হয়ে একদিন এই মেয়েটা অনেক বড় তারকা হবে। হ্যা ঠিক তাই হলো । সেই দীঘিই আজকের প্রার্থনা ফারদিন দীঘি । যিনি ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের এক সম্ভাবনাময়ী মুখ। চাচ্চু সিনেমার সেই ছোট্ট দিঘী দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকাই চলচ্চিত্র।
শিশুশিল্পী হিসেবে তিন-তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কিন্তু নায়িকা হয়ে পর্দায় আসার পর তার পথটা একেবারেই মসৃণ ছিল না। নানা সমালোচনার মধ্যে দিয়েই এগোতে হয়েছে তাকে। তবুও দমে যাননি তিনি। চেষ্টা করেছেন নিজের মতো করে এগিয়ে যেতে। ধীরে ধীরে নিজেকে গড়েছেন পরিণত অভিনয়ে।
তেমনই এক নতুন দীঘিকে দেখা গেল এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায়। ছবিতে তার উপস্থিতি খুব বেশি না হলেও যতটুকুতে তিনি ছিলেন তাতেই মন কেড়েছেন দর্শকদের। কেউ বলছেন ‘অভিনয়ে পরিণত’ কেউবা বলছেন ‘পুরোপুরি নায়িকা হওয়ার পথে দীঘি ।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সেখানে সে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে গনমাধ্যমকে বলেন । প্রশ্ন করা হয়েছিল কাজ করতে গিয়ে কি কখনও কারও প্রেমে পড়েছেন?
দিঘী হাসতে হাসতে উত্তর দেন , প্রেম করব কীভাবে? সব নায়ক তো বিবাহিত। আমি যখনই কোনো সেটে যাই , দেখি বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি অনেকে ইন-আ-রিলেশনশিপ স্ট্যাটাসে দেয়া নায়ক। আমার বেশিরভাগ সময় এমন নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি।
তিনি আরও বলেন , আমি সবসময়ই ফোকাসটা নিজের কাজেই রাখতে চেষ্টা করি। কেননা , ব্যক্তিগত কোনো অনুভূতি যাতে কাজের পরিবেশের উপর প্রভাব না ফেলে।
নায়িকা দীঘির আত্মপ্রকাশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সময়ের সঙ্গে তার অভিনয়ভঙ্গি ও পর্দায় উপস্থিতি বদলে গেছে। ‘জংলি’ যেন সেই পরিবর্তনের প্রথম প্রমাণ ছিল তার জীবনের।
এসকে//