১১২ রান এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ১১৭ রান এগিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। বৃষ্টি, ভেজা মাঠ, আলোকস্বল্পতা সব মিলিয়ে তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার।
মঙ্গলবার (২২ এপ্রিল) মাঠ ভেজা থাকায় প্রথম সেশনে একটি বলও হয়নি। অবশেষে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর মাঠে গড়ায় খেলা। ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আজ ১৩৭ রান যোগ করতে হারায় আরও ৩ উইকেট।
মুমিনুল হক ও মাহমুদুল হাসান দ্বিতীয় উইকেট জুটিতে সংগ্রহ করেন ৬০ রান। এরপর অধিনায়ক নাজমুল হাসানের সঙ্গে মুমিনুলের জুটি থেকে এসেছে আরও ৬৫ রান। এই জুটি গড়ার পথেই লিড নেয় বাংলাদেশ।
মুমিনুল ৪৭ রান করে আউট হলেও নাজমুল ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তার সঙ্গে ২১ রানে ক্রিজে আছেন জাকের আলী।
বাংলাদেশ: ১৯১ ও ৫৭ ওভারে ১৫৭/৪
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৮০.২ ওভারে ২৭৩