ফুটবল

হাস্যোজ্জ্বল হামজা হয়ে উঠলেন অগ্নিগর্ভ!

ক্ষিপ্ত হামজা চৌধুরী! নিরাপত্তাকর্মীরাও থামাতে পারছেন না তাঁকে! হাস্যোজ্জ্বল এই বাংলাদেশি মিডফিল্ডারের কী এমন হলো!

ঘটনা বার্নলির বিপক্ষে ম্যাচ শেষে।  হামজার দল শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে বার্নলি।  টার্ফ মুর স্টেডিয়ামে তাই ম্যাচ শেষ হতেই আনন্দে দিশাহারা হয়ে মাঠে নেমে পড়েন বার্নলির কিছু সমর্থক। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, মাঠে নেমে পড়া দর্শকরা হামজার সাথে আপত্তিকর আচরণ করে। আর তাতেই ক্ষেপে যান ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। স্টেডিয়ামের টানেলে যাওয়ার পথেও ঝামেলায় জড়িয়ে পড়েন।

প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ডকে। কিন্তু সোমবার রাতে চ্যাম্পিয়নশিপ লিগের এ ম্যাচটিতে বার্নলির কাছে ২-১ গোলে হারে হামজারা। অন্যদিকে শেফিল্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত হয় বার্নলি।

তবে শেফিল্ডের এখনো প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ আছে। সে জন্য নকআউট প্লে–অফে দুটি ম্যাচ জিততে হবে তাদের। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন