আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে হামলায় জড়িত সন্দেহভাজনদের ছবি প্রকাশ

ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজন চার হামলাকারীর ছবি প্রকাশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা।

বুধবার (২৩ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চারজন হামলাকারীর মধ্যে এখনো পর্যন্ত তিনজনের নাম জানা গেছে। এরা হলেন, আসিফ ফৌজি, সুলেমান শাহ ও আবু তালহা। এরা সবাই পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর ই তৈয়বার সঙ্গে জড়িত।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মিনি সুইজারল্যান্ড খ্যাত ভারতের জম্মু কাশ্মীরের পেহেল গামে ন্যাক্কারজনক হামলা চালায় সন্ত্রাসীরা। এতে এখন পর্যন্ত মারা গেছে ২৬ জন মানুষ। হামলার আগে এসব নিহতদের কাছে ধর্ম পরিচয় জানতে চায় হামলাকারীরা।  

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন