পহেলগাঁও কাণ্ডে ক্ষোভ উগরে দিয়েছেন বলি তারকারা

পহেলগাঁও এ ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলায় সারা দেশ যখন শোকস্তব্ধ তখন বলি তারকাদের হৃদয়ও ভেঙেছে। নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করা, দেশের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘিরে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বলি সিনেমার তারকারা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শাহরুখ খান , সলমন খান , অক্ষয় কুমার সবাই তাদের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রিয়াঙ্কা চোপড়া যিনি বর্তমানে বিদেশে রয়েছেন। পহেলগাঁও হামলার ঘটনার পর বিচলিত হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। পোস্টে তিনি লেখেন , পহেলগাঁও এ যা ঘটেছে তা সত্যিই নিন্দনীয়। এখানে যারা গিয়েছিলেন তারা কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে, কেউ মধুচন্দ্রিমায় , কেউ বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। তারা কেউ কল্পনাও করতে পারেননি যে এমন কিছু হতে পারে। এখন সেই সব নিরীহ মানুষের প্রাণ চলে গেছে।
তিনি আরও বলেন , এটা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটা আমাদের মানবিকতার উপর প্রশ্ন তোলে। চোখের সামনে প্রিয়জনদের হত্যা হতে দেখে তাদের পরিবারের কি অবস্থা হতে পারে সেটা ভাবলেই শিউরে উঠি। প্রিয়াঙ্কার এই বক্তব্যে স্পষ্ট যে , তার কাছে এটি কেবল একটি অপরাধের ঘটনা নয় বরং, গোটা মানবজাতির প্রতি এক অশুভ সংকেত।
বলিউডের কিং খান শাহরুখ খানও পহেলগাঁও হামলার ঘটনায় চরম শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন , অনেক বার বন্ধুরা ডেকেছে, পরিবারকে কাশ্মীরে বেড়াতে যেতে বলেছে , আমি যদিও গিয়েছি, তবে কেবল কাশ্মীর ছাড়া। কাশ্মীরের সৌন্দর্য আমি মিস করেছি। আমার বাবা নেই , বাবা ছাড়া কাশ্মীরে যাওয়ার মানে কি? যদি যেতাম , বাবাকে মিস করতাম। বাবা জীবন কাটিয়েছেন ওই উপত্যকায়।
শাহরুখের মন্তব্যে তার কাশ্মীরের প্রতি বিশেষ ভালোবাসা ও সেখানে ঘটে যাওয়া ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ পায় ।
সালমান খানও এই ঘটনায় চরম প্রতিবাদ জানিয়ে লেখেন , পৃথিবীর বুকে যে স্বর্গ ছিল তা এখন নরকে পরিণত হয়েছে। এই ঘটনায় নিরীহ প্রাণ যাদের চলে গেছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। মনে রাখবেন , একজন নির্দোষ মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীকে হত্যা করা। এটা একেবারে অগ্রহণযোগ্য।
অক্ষয় কুমার যিনি একজন সেনাবাহিনীর সমর্থক এবং জাতির প্রতি গভীর শ্রদ্ধা রাখেন। পহেলগাঁও হামলার পর নিজেকে স্তম্ভিত এবং শোকাহত অনুভব করেছেন। তিনি লেখেন , পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলার খবর পেয়ে সত্যিই স্তম্ভিত হয়ে গেছি। এভাবে নিরীহ মানুষদের হত্যা করা আমাদের মানবিকতাকে আরও একবার চ্যালেঞ্জ জানায়। এই ঘটনা সত্যিই কষ্টের। নিহতদের পরিবারের প্রতি আমার প্রার্থনা।
পহেলগাঁও এর হামলা একবারে গোটা দেশকে হতবাক করেছে। ভারতের জমকালো শিল্প জগতের তারকারা , যারা সাধারণত তাদের ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকেন । একসাথে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে মন্তব্য করছেন। তাদের মধ্যে একে একে সেলিব্রিটিদের প্রতিক্রিয়া আসছে যা দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং মানবিকতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
প্রিয়াঙ্কা, শাহরুখ, সালামন, অক্ষয় তারকারা একযোগে যে ক্ষোভ এবং শোক প্রকাশ করেছেন তা দেশবাসীর মধ্যে এক নতুন চিন্তা তৈরি করেছে। এ ই ঘটনা থেকে উঠে আসা প্রতিটি মন্তব্য যেন মনে করিয়ে দেয় যে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে সকলের একযোগে দাঁড়াতে হবে।
এসকে//