পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা ইসলামী শিক্ষার পরিপন্থী : অভিনেতা আলি গোনি

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় দেশে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিরীহ মানুষদের হত্যার এই ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। ধর্মীয় অযুহাতে খুনের অভিযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সাধারণ জনগণ , সেলিব্রেটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে কাশ্মীরের তারকারাও চুপ থাকতে পারেননি। তাদের মধ্যে অন্যতম দুই তারকা হলেন আলি গোনি এবং হিনা খান।
কাশ্মীরের মেয়ে হিনা খান । যিনি বর্তমানে স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। কিছুদিন আগে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। কিন্তু পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার খবর শোনার পর তিনি ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি। হিনা তার সোশ্যাল মিডিয়ায় তিনি শোক ও হতাশা ব্যক্ত করে লিখেছেন , কেন , কেন , কেন পহেলগাঁও?
হিনা আরও বলেন , এমন সময়ে আমাদের মানবিক হতে হবে। আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। কারণ আমরা যদি মানবিক না হই , তবে পৃথিবী কীভাবে চলবে?
আলি গোনি এই হামলা নিয়ে মন্তব্য করেছেন , ইসলাম শান্তির ধর্ম। তিনি বলেছেন , পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় আমি ভেঙে পড়েছি। নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া ইসলাম এবং শান্তির পরিপন্থী।
আলি আরও বলেন , আমরা এমন বর্বরোচিত কাজের বিরুদ্ধে একত্রিত হতে হবে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
এসকে//