পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, গ্রেপ্তার ২

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) ধামরাই থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা ( সাভার) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহিনুর কবির। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপুল হোসেন।
তিনি জানান, উপজেলার দেপাশাই উত্তর আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত মোহাম্মদ আলী(৪০)'র স্ত্রী জয়তুন বেশ কয়েক বছর ধরে একই এলাকার তোফাজ্জল মিয়া সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলো। তাদের দুজনের ঘরেই সন্তানা রয়েছে।
এ সম্পর্ক চলাকালে মোহাম্মদ আলীকে হত্যার পরিকল্পনা করে জয়তুন ও তার প্রেমিক তোফাজ্জল। পরিকল্পনা অনুসারে গত রোববার সকালের দিকে অটোরিক্সাসহ মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে যায় তোফাজ্জল।
পরে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসারের বাসবভন থেকে কয়েক গজ দূরত্বে নির্মাণাধীণ ভবনের চতুর্থ তলায় বাথরুমে নিয়ে জয়তুন ও তোফাজ্জল মোহাম্মদ আলীকে ইট দিয়ে মাথায় আঘাত করে ও পরে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এরপরে তারা আত্মগোপনে চলে যান।
ঘটনার চার দিন পর হত্যাকান্ডে সাথে জড়িত থাকার অভিযোগে দেপাশাই এলাকা থেকে তোফাজ্জল মিয়াকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্ত্রী জয়তুনকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্বার করে পুলিশ।
গ্রেপ্তার প্রেমিক যুগলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আই/এ