খেলাধুলা

রিয়ালের বিপক্ষে বার্সা স্কোয়াডে ফিরলেন টের স্টেগান

কোপা দেল রে’র ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা। এই দলে চোট থেকে ফিরেছেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন। চলতি মৌসুমে স্টেগেন ফিরতে পারবেন কি না, তা নিয়ে একটা শঙ্কা ছিল। তবে তিনি ফেরায় অনেকখানি স্বস্তি পাবে বার্সা।

শুক্রবার (২৫ এপ্রিল) বার্সেলোনা তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে'র ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

গত বছর সেপ্টেম্বরে হাঁটুর চোটে ছিটকে যান স্টেগান। এরপর ধারণা করা হচ্ছিল, পুরো মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। চলতি বছরের মার্চ মাসে তিনি অনুশীলনে ফেরেন। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন মাঠে নামার অপেক্ষায়।

বার্সার হয়ে এখন নিয়মিত গোলবার সামলাচ্ছেন ভয়চেক সিজনি। ধারণা করা হচ্ছে কোপা দেল রে’র ফাইনালেও সিজনিকেই দেখা যেতে পারে গোলরক্ষক হিসেবে। আবার নামানো হতে পারে স্টেগানকেও।

কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার স্কোয়াড:

টের স্টেগেন, পাউ কুবারসি, রোনাল্ড আরাউহো, ইনিগো মার্তিনেজ, গাভি, ফেরান তরেস, পেদ্রি গনজালেস, আনসু ফাতি, রাফিনিয়া, ইনিয়াকি পেনা, পাবলো তোর্রে, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ফেরমিন লোপেজ, পাও ভিক্তর, লামিন ইয়ামাল, দানি অলমো, ফ্রেঙ্কি ডি ইয়ং, জুলস কুন্দে, এরিক গার্সিয়া, ভয়চেখ শেযনি, হেক্তর ফর্ত ও জেরার্দ মার্তিন। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন