ক্রিকেট

হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর বললেন তামিম

তাওহিদ হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল।  আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মিরপুরের একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনার পর তামিমের নেতৃত্বে ক্রিকেটাররা বিসিবি কার্যালয়ে আলোচনায় বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। 

লম্বা সময় সভা করে সাংবাদিকদের সাথে কথা বলেন তামিম।  সেখানেই তিনি বলেন, ‘তার যে শাস্তিটা ছিল, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল শুনলাম, তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে, কীভাবে করেছে, এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর, কোনোভাবেই সে আবার বহিষ্কার হতে পারে না। যাকে বিসিবি দুই ম্যাচ খেলতে দিয়েছে, তাকে আবার কীভাবে বহিষ্কার করে?’

তামিম আরও বলেন, ‘তাওহিদ হৃদয়কে যখন দুই ম্যাচের জন্য বহিষ্কার করে, তখন কিন্তু কোনো খেলোয়াড় বা কেউ এটা নিয়ে কোনো কথা বলেনি। ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে সিদ্ধান্তটা বেশি কঠোর হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলিনি। তার কিছুদিন পর দেখলাম যে নিষেধাজ্ঞা দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হলো। এটা বিসিবি করেছে। তখনো আমরা কোনো কথা বলিনি।’

মোহামেডানের চাপে বিসিবি হৃদয়কে এক ম্যাচ শাস্তি ভোগ করার পর খেলতে দিয়েছে কি না, এমন প্রশ্নে তামিম বলেন, ‘মোহামেডান চাপ দিয়েছে কি না, এটা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু বিসিবি তাকে খেলতে অনুমতি দিয়েছে, তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। একই ঘটনায় এখন আবার শাস্তি হয় কীভাবে? এটা হাস্যকর।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন