ফুটবল

এন্দ্রিককে নাটক করতে নিষেধ করলেন আনচেলত্তি

হাস্যকর আচরণ বাদ দিতে হবে, ফুটবলে নাটকের কোন জায়গা নেই। এন্দ্রিক ফিলিপেকে নিয়ে এমন কড়া মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। 

বুধবার রাতে গেতাফের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে বক্সের বাইরে ভিনিসিয়াস জুনিয়রকে পাস দিয়ে ভেতরে ঢুকে ফিরতি পাসে শট নেন এন্দ্রিক ফিলিপে। গেতাফের গোলরক্ষকের পায়ে লেগে বল জালে যাওয়ার সময় গোললাইনের কাছ থেকে ক্লিয়ার করেন গেতাফের এক ডিফেন্ডার।

লা লিগার ম্যাচটিতে ৫৫তম মিনিটে আরও সহজ সুযোগ পেয়েছিলেন এন্দ্রিক।  তবে গোলরক্ষকে একা পেয়েও মাথার ওপর দিয়ে মারতে গিয়ে বল তুলে দেন গোলরক্ষকের হাতে। 

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এমন সুযোগ মিস করায় বেজায় চটেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।  

‘সে দুটি সুযোগ পেয়েছিল। প্রথমটিতে এর চেয়ে ভালো করতে পারত না।  আর দ্বিতীয়টিতে সে সম্ভবত অফসাইড ছিল, তবুও সেই বলটাও জালে পাঠাতে পারেনি।

“সে তরুণ এবং তাকে শিখতে হবে, তবে তাকে যতটা সম্ভব ভালোভাবে শ্যুট করতে হবে এবং ঠাট্টা-বিদ্রুপ করা ছেড়ে দিতে হবে।  ফুটবলে নাটকের কোনো জায়গা নেই।”

গেতাফের বিপক্ষে ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় রিয়াল। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন আরদা গুলের। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন