মন মতো রেফারি চায় রিয়াল মাদ্রিদ!

ম্যাচ হারতে বসলে বাইরে থেকে ভিতরে ঢুকে গ্যাঞ্জাম করা কিংবা রেফারির উপর আক্রমণ করে বসা! এমন দৃশ্য কল্পনা করা যায় স্রেফ পাড়ার ফুটবলে।
কিন্তু বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ঠিক এমন আচরণই করলো। রিয়ালের ফুটবলাররা যেন চান রেফারির সব সিদ্ধান্ত কেবল তাদের পক্ষেই যাক। তাদের অপছন্দের রেফারি ম্যাচ পরিচালনা না করুক।
রেফারি নিয়ে ম্যাচের আগের নাটক তো ছিলোই। ম্যাচ চলাকালীন মাত্রা ছাড়িয়ে গেলো রিয়াল। একদম শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে বার্সার একজনের মুখে হাত দিয়ে আঘাত করলে ফাউল ধরেন রেফারি। আর তখনি ক্ষেপে উঠে রিয়াল মাদ্রিদের সব ফুটবলার। ডাগআউটে বসে থাকা আন্তোনিও রুদিগার বরফের টুকরা ছুঁড়ে মারেন রেফারির দিকে।
জার্মান এই ডিফেন্ডার এখানেই থামেননি। এমন ভাবে রাগে ফুঁসছিলেন এবং তাঁকে মাঠের ভেতরে ঢুকে যাওয়া থেকে আটকাতে রিয়াল মাদ্রিদের পাঁচ স্টাফকে রীতিমতো খাবি খেতে হয়েছে।
মাঠে ঢুকে অশোভন আচরণ করেন লুকাস ভাসকেজ, জুড বেলিংহামরা। পরে রেফারি তিনজনকেই লাল কার্ড দেখান।
শনিবার রাতে কোপা দেল’রের ফাইনালে বার্সার কাছে ৩-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ।