আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় সাক্ষ্যগ্রহণ আটকে গেছে ঢামেকের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসকদের অনুপস্থিতির কারণে। টানা তিনবার তাদের আদালতে ডাকা হলেও তারা আদালতে উপস্থিত হননি। আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) মামলার ৭ম কার্যদিবসে দুই চিকিৎসক আদালতে উপস্থিত না হলে বিচারক এম জাহিদ হাসান তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একইসঙ্গে আগামীকাল (৭ মে) আবার সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল।
তিনি জানান, সপ্তম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের ২ চিকিৎসককে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করা হয়। কিন্তু তারা আদালতে না আসায় আগামীকাল আবারও দিন ধার্য করেছেন আদালত।
তিনি আরও জানান, এর আগে একবার সমন ও একবার ওয়ারেন্ট প্রসেস দেওয়া হয় ওই চিকিৎসকদের বিরুদ্ধে। কিন্তু কোনোবারই তারা উপস্থিত হননি। তারা আদালতে হাজির না হওয়ায় আজ জামিন অযোগ্য ওয়ারেন্ট প্রসেস করা হয়েছে। ঢাকা মেডিকেলের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখসহ অন্যান্য আসামিদের মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।
উল্লেখ্য, গেল ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী আছিয়া ধর্ষণের শিকার হয়। ঘটনার এক সপ্তাহ পর, ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এমএ//