বিএনপি

‘ফিরোজা’য় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টায় যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি গুলশান-২ নম্বর সড়কের নিজ বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান।

বিএনপির চেয়ারপারসনের আগমনকে ঘিরে সকাল থেকেই ফিরোজার আশপাশে ভিড় জমান বিএনপির নেতা-কর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নিরাপত্তা নিশ্চিত করতে ফিরোজা ও আশপাশের এলাকায় নেয়া হয় কড়া ব্যবস্থা। বাসভবনের সামনে ৭৯ নম্বর সড়কে ব্যারিকেড বসানো হয়। সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং চেয়ারপারসনের নিরাপত্তায় থাকা সিএসএফ সদস্যদের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ড. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও রয়েছেন। খালেদা জিয়ার দেশে ফেরার আগেই ফিরোজায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান। পরদিন তিনি ভর্তি হন দ্য লন্ডন ক্লিনিকে, যেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। দীর্ঘ চার মাস পর সোমবার রাতে কাতারের রাজপরিবারের বিশেষ বিমানে দেশে রওনা দেন তিনি। বিমানটি দোহায় যাত্রাবিরতি শেষে আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন