হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করানোর অভিযোগে মামলা করেছেন এক নারী।
গেল রোববার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এ মামলাটি দায়ের করা হয়। এতে হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। আদালত বিষয়টি আমলে নিয়ে বগুড়া পিবিআই-এর পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযোগকারী নারী দাবি করেছেন, হিরো আলম অভিনয়ের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়েন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। একসময় মৌলভী ডেকে ‘বিয়ের মতো একটি আনুষ্ঠানিকতা’ও সম্পন্ন করেন এবং বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। এই সময়ে শর্ট ফিল্ম বানানোর অজুহাতে তার কাছ থেকে ১৫ লাখ টাকাও ধার নেন।
অভিযোগে আরও বলা হয়েছে, কাবিন রেজিস্ট্রির জন্য চাপ দিলে হিরো আলম ১৮ এপ্রিল তাকে বগুড়ায় নিয়ে যান এবং গর্ভপাত করাতে বলেন। গর্ভপাতে রাজি না হওয়ায় ২১ এপ্রিল অন্যান্য আসামিদের সঙ্গে মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে গুরুতর রক্তক্ষরণ হলে প্রথমে একটি ক্লিনিকে, পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে তিনি ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
তবে অভিযোগের বিষয়ে হিরো আলম গণমাধ্যমে জানিয়েছেন, তিনি মামলার কথা শুনেছেন এবং আইনি পথে বিষয়টির মোকাবিলা করবেন। তার দাবি, অভিযোগকারীকে তিনি চিনেন না এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করতে এই মামলা করা হয়েছে।
এমএ//