ভারতের ৫ যুদ্ধবিমান ‘ভূপাতিত’, দাবি পাকিস্তানের

ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫ টি যুদ্ধবিমান ‘ভূপাতিত’ করার দাবি করেছে পাকিস্তান।
বুধবার (৭ মে) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ‘ভূপাতিত’ যুদ্ধবিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
প্রসঙ্গত, দুই দেশের বেশ কিছুদিন ধরে চলা কূটনৈতিক অস্থিরতার পর মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে মিসাইল হামলা চালিয়েছে ভারত।
এমএইচ//