আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে 'লজ্জাজনক' বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে চালানো ওই হামলায় অন্তত ৩ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  পাল্টাপাল্টি অভিযানে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক।  আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে।  কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে।  তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।' খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনটিতে বলা হয়েছে,  পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। 

হামলায় হতাহতের বিষয়ে তিনি বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত এবং ১২ জন আহত হয়েছে। কোটলিতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহমেদপুরে একটি মসজিদ ও কাছের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  সেখানে একটি শিশু ও তার বাবা–মা আটকা পড়েছেন, যাদের উদ্ধারে অভিযান চলছে।  কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে।  মুজাফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়লেও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ‘অপারেশন সিঁদুর’ নামের একটি সামরিক অভিযান শুরু করেছে, যার আওতায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন।  নয়াদিল্লী দাবি করে, এই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।  এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ শুরু হয়, যার সর্বশেষ পরিণতি এই ক্ষেপণাস্ত্র হামলা।

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন