আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা, শাহবাজ বললেন ‘বিশ্বাসঘাতক’

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে পাকিস্তানের অভ্যন্তরে চালানো ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  তিনি বলেন, কোনো উসকানি ছাড়াই এই হামলা চালানো হয়েছে এবং এই আগ্রাসন শাস্তি ছাড়া পার পাবে না।

বুধবার দেয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলা ও তা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। শত্রুপক্ষকে তাদের কুপ্রচেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না।

বুধবার (০৭ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

হামলার বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার প্রথম প্রহরে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দুই শিশুসহ আটজন নিহত ও ২৫ জন আহত হন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হামলায় মসজিদ ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত তাদের নিজস্ব আকাশসীমা থেকেই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।  পাকিস্তান এর উপযুক্ত জবাব দেবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এআরওয়াই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।  তারা সীমান্ত অতিক্রম করেনি, নিজেদের আকাশসীমা থেকেই হামলা করেছে।

অন্যদিকে, রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।  তাদের দাবি কেবল সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে, পাকিস্তানি সেনা সদস্যদের লক্ষ্য করে নয়।

প্রসঙ্গত, গেলো ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, যেখানে ২৬ জন নিহত হয়।  ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করলেও ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করেছে।  এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন