রাত জেগে যুদ্ধের ময়দানে নজর মোদির!

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের রক্তাক্ত করে দিয়েছিল সন্ত্রাসী হামলা। সেই ভয়াবহতার জেরেই এবার তেতে উঠল ভারত! গভীর রাতে পাকিস্তানের মাটিতে চালানো হলো ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা। মৃত্যু হয়েছে দুই শিশুসহ ৮ জনের, আহত আরও ৩৫ জন। এ সময় রাত জেগে পরিস্থিতির উপর কড়া নজর রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিটি মুহূর্তের আপডেট সরাসরি পৌঁছে দেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বুধবার ( ০৭ মে) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভোর পর্যন্ত ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন মোদি।
এই হামলার পর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হুঁশিয়ারি দেন- ‘পাকিস্তান চুপ করে থাকবে না, এর উপযুক্ত জবাব দেয়া হবে।’
পাল্টা জবাবও এসেছে দ্রুত। পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, ধ্বংস হওয়া যুদ্ধবিমানের মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফাল, একটি রাশিয়ান তৈরি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯।
উল্লেখ্য, গেলো ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়ঙ্কর হামলায় প্রাণ হারান ২৬ জন। দিল্লি সরাসরি এর দায় চাপায় ইসলামাবাদের ওপর। তখন থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় কূটনৈতিক টানাপড়েন। পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতায় এগিয়ে আসে ইরান ও রাশিয়া, কিন্তু দুই সপ্তাহ পার হতে না হতেই জবাব দিয়ে বসল ভারত।
এসি//