পাকিস্তানের মসজিদে হামলা চালিয়েছে ভারত

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এর মধ্যে দুটি মসজিদও হামালার স্বীকার হয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে চালানো এই হামলায় নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন। এই হামলাকে পাকিস্তান 'বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি আগ্রাসন' হিসেবে অভিহিত করেছে।
বুধবার (৭ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এই হামলাগুলো বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন। তিনি আরও জানান, 'জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সদস্যদের দিনের বেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে যাওয়া হবে যাতে তারা ভারতের স্পষ্ট আগ্রাসন প্রত্যক্ষ করতে পারেন।
ভারতের 'অপারেশন সিঁদুর' নামে পরিচিত এই হামলায় পাকিস্তানের কোটলি, মুরিদকে, শিয়ালকোট, শকরগড়, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদসহ মোট ছয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কোটলির মসজিদ-ই-আব্বাসে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক যুবক নিহত হন।
ডিজি আইএসপিআর মহাপরিচালক জানান, মুরিদকে এলাকায় একটি মসজিদে হামলার ঘটনা ঘটে। যেখানে ১ জন নিহত ও ১ জন আহত হন। সেখানে আরও চারটি হামলা হয়েছে। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্তসহ দুজন বেসামরিক নাগরিকও নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, শকরগড়ে দুটি হামলায় একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। শিয়ালকোটে একটি গোলা পড়ে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শিয়ালকোটের আরেকটি গোলা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে এবং আরেকটি জনবসতিহীন স্থানে বিস্ফোরিত হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, রাতভর হামলায় দুটি মসজিদসহ বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, হামলার পর পরিস্থিতি মূল্যায়ন চলছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছে সরকার।
এই হামলাগুলোকে বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করে জেনারেল শরীফ বলেন, দিনের বেলায় জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে, যাতে তারা ভারতের স্পষ্ট আগ্রাসনের প্রমাণ ঘটনাস্থলে দেখতে পারেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও চীনসহ অন্যান্য দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন।
এসকে//