সীমান্তে পাকিস্তানের টানা গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত–সংলগ্ন এলাকায় অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। বুধবার (৭ মে) থেকে সীমান্তে গোলাবর্ষণ করে গেছে পাকিস্তানি বাহিনী।
জানা যায়, এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহত ওই ভারতীয় সেনার নাম দিনেশ কুমার। তার মৃত্যুর পর সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ জনই বেসামরিক নাগরিক।
ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘হোয়াইট নাইট কোরের জিওসি ও সব সদস্য ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়। তিনি ৭ মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন। যাঁরা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার শিকার হয়েছেন, আমরা তাঁদের পাশে আছি।’
পাকিস্তানি সেনারা গতকাল সারাদিন সীমান্ত-সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করেছে। এতে প্রায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমএইচ//