'কৃষক লিগ' বলে ব্যাঙ্গ করার জবাব দিলেন লুইস এনরিকে

ফ্রান্সের লিগ ওয়ানকে অনেকসময় ‘কৃষক লিগ’ বলে ব্যাঙ্গ করে ফুটবল-ভক্তরা। সেই লিগের দল পিএসজি উঠে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সেমিফাইনালে তারা হারিয়েছে আর্সেনালকে। ম্যাচ জয়ের পর সেই ‘ব্যাঙ্গ’ নিয়ে মজা করে জবাব দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে।
টিএনটি স্পোর্টসকে এনরিকে বলেন, ‘কৃষক লিগ, তাই না? হ্যাঁ, আমরা আসলেই কৃষকদের লিগ।’
লিগ ওয়ানকে যারা কিছুটা হালকাভাবে দেখেন, তাদের উদ্দেশেও কথা বলেছেন এনরিকে। এই কোচ বলেছেন, এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি শীর্ষ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং সর্বশেষ আর্সেনাল।
সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে জয়ের পর, ঘরের মাঠে ২-১ গোলের জয় পায় ফরাসি ক্লাবটি।
এমএইচ//