বাংলাদেশ

যমুনার সামনে বাদ জুমা বড় জমায়েতের ঘোষণা

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ, শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় জমায়েতের ঘোষণা এসেছে। সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তাঁরা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এ জমায়েত হবে বলে জানা যায়।

সকালে সংবাদ সম্মেলনে হাসনাত জানান, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না।

তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশের জনগণকে বলব আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন।’

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশের ফোয়ারা থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা, যেটি বাংলামোটর পর্যন্ত গিয়েছে- সেই রাস্তা জনসমুদ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন