দুর্ঘটনা

রাজধানীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগ টেনারিমোড়ের একটি বাসায় পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (২৯ জুন) সকালে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন, চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৮) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)। 

স্থানীয়রা জানান, বাসার পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরের ৩-৪ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কারোর অবস্থা আশঙ্কাজনক নয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন