পশ্চিমা নিষেধাজ্ঞার ব্যাপারে শক্তিশালী জবাব দিবে মস্কো
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে শক্তিশালী জবাব দিবে মস্কো।
রোববার (২৯ জুন) রাশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি আরো বলেন, কোনো চাপ বা বলপ্রয়োগে রাশিয়াকে বাধ্য করা যায় না। “শুধুমাত্র যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে রাশিয়াকে আলোচনায় যাবে। যত কঠোর বে-আইনিনিষেধাজ্ঞা আসবে, তত শক্তিশালী জবাব হবে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো একাধিক অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। জবাবে এসব পদক্ষেপকে ‘বুমেরাং’ বলে আখ্যা দিয়েছে মস্কো।