জাপান সাগরে রাশিয়ানদের নৌ-মহড়া
জাপান সাগরে নৌ-মহড়া করেছে রাশিয়া। রাশিয়ান প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের যুদ্ধজাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় জাহাজ থেকে দূরপাল্লার সমন্বিত গোলাবর্ষণ ও বস্তিয়ন ক্ষেপণাস্ত্র থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল বাস্তবায়ন করা হয়। এর মূল বার্তা ছিল: "Take your best shot" । অর্থাৎ, পূর্ণ শক্তি দিয়ে আঘাত করো।
এতে Warships: ফ্রিগেট, করভেট, ও সাবমেরিন- জাহাজ, Missile System: ‘Bastion’- P-800 Oniks সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সম্বলিত মোবাইল লঞ্চার ব্যবহার করা হয়।