সহকর্মী যখন ছদ্মবেশী শত্রু!
অফিসে তিনি যেন এক মিষ্টভাষী দেবদূত- সবসময় হাসিমুখ, নম্র আর সহযোগিতাপূর্ণ। অথচ আপনি একটু চোখ ঘোরালেই তিনি হয়ে যান একেবারে উল্টো মানুষ! সুযোগ পেলেই আপনাকে ছোট করেন, ক্ষতি করার চেষ্টা করেন, এমনকি আপনার সাফল্যকেও ভিন্নভাবে তুলে ধরেন ঊর্ধ্বতনদের সামনে।
এমন ‘দ্বিমুখী’ সহকর্মী থাকলে অফিসজীবন হয়ে উঠতে পারে অস্বস্তিকর ও মানসিকভাবে ক্লান্তিকর। কিন্তু বাস্তবতা হলো- সবসময় এড়িয়ে চলাও সম্ভব নয়, আর এ ধরনের মানুষের জন্য চাকরি বদল করাও কোনো স্থায়ী সমাধান নয়। তাই দরকার বুদ্ধিমত্তা, কৌশল আর নিজেকে রক্ষা করার কিছু কার্যকর পন্থা।
চলুন জেনে নিই, এমন সহকর্মীকে সামলানোর কিছু কার্যকর উপায়:
সীমারেখা টেনে দিন
তাঁর সঙ্গে পেশাদার সম্পর্ক রাখুন, কিন্তু ব্যক্তিগত আলাপ নয়। নিজের সমস্যা, অনুভূতি বা সুবিধা-অসুবিধার কথা তাঁর সঙ্গে ভাগ না করাই ভালো। তাঁর সঙ্গে দূরত্ব রাখুন বিনয়ের সঙ্গে, বিরক্তি দেখিয়ে নয়।
গল্পে না গিয়েও ‘ভদ্র’ থাকুন
তিনি যদি অন্য কারও ‘খারাপ ব্যবহার’ নিয়ে কথা বলেন, তাহলে শুধু শুনেই যান, মন্তব্য এড়িয়ে চলুন। আপনার বলা একটি কথাও হয়তো ভবিষ্যতে উল্টোভাবে ব্যবহার হতে পারে।
ভালো মানুষের সঙ্গেই চলুন
অফিসে যারা কাজ নিয়ে ব্যস্ত থাকে, গসিপে জড়ায় না—তাদের সঙ্গ বেছে নিন। তাঁদের সহযোগিতা চাইলে পাওয়ার সম্ভাবনাও বেশি। তবে ভুলেও কারও সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না।
অফিসের কথা অফিসেই রাখুন
কোনো ঘটনা বা সহকর্মীর আচরণ যেন আপনার পার্সোনাল লাইফে প্রভাব না ফেলে। বাসায় গিয়ে অফিস ভুলে যান, সময় দিন পরিবার ও নিজেকে। মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই।
ঠান্ডা মাথায়, তীক্ষ্ণ চোখে
উত্তেজিত হবেন না, প্রতিক্রিয়া না দেখিয়েই প্রতিক্রিয়া জানান। শান্ত, হিসেব করে বলা—এই ভাষাই সবচেয়ে শক্তিশালী। আপনার পেশাদারিত্বই আপনার রক্ষাকবচ।
প্রয়োজনে ঊর্ধ্বতনকে জানান, তবে কৌশলে
যদি পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কিন্তু অভিযোগ না করে বিষয়টি কর্মপরিবেশের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করুন। যেন মনে না হয় আপনি কোনো ব্যক্তি নিয়ে সমস্যা করছেন—বলুন, সমস্যা তৈরি হচ্ছে কাজের পরিবেশে।
সব অফিসেই এমন কেউ না কেউ থাকেই। তবে আপনি যদি নিজের আত্মমর্যাদা ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দেন, তাহলে এই মানুষগুলোর কৌশল সহজেই সামলাতে পারবেন। শান্ত থাকুন, সতর্ক থাকুন—এটাই সবচেয়ে বড় শক্তি।
সূত্র: রিডার’স ডাইজেস্ট