টিকাটুলির কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২ জুলাই) ভোরে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান গণমাধ্যমকে জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
এমএ//