বিনোদন

এবার সুশান্তের মতোই কি ধ্বংস হতে যাচ্ছেন কার্তিক !

বলিউডে নিজের অভিনয়ের মাধ্যমে শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনয়গুণ,গ্ল্যামার ও মেধার মাধ্যমে এখন অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে বলিউডের অন্ধকার জগতের এক বড় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিঙ্গার ও কম্পোজার অমাল মালিক গণমাধ্যমে বলেন,এখনকার বলিউডের কিছু  প্রভাবশালী প্রযোজক এবং অভিনেতারা কার্তিক আরিয়ানকে ধ্বংস করতে উঠে-পড়ে লেগেছেন। যার উদ্দেশ্য হল কার্তিক আরিয়ানকে বলিউড থেকে সরিয়ে দেয়া।

এর আগেও সুশান্ত সিং রাজপুতের ক্যারিয়ার ধ্বংসের জন্য একই ষড়যন্ত্র করা হয়েছিল। তাদেরও উদ্দেশ্য ছিল, সুশান্তকে একেবারে বাইরে সরিয়ে দেয়া।

অমাল মালিক আরও বলেন,সুশান্তের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন সে আত্মঘাতী হয়েছে। আবার কেউ কেউ বলেছেন তাকে খুন করা হয়েছে। যা বলিপাড়ার অন্ধকার দিককে উন্মোচন করেছে। সুশান্তের প্রতি অনেক খারাপ আচরণ করা হয়েছিল। আর এখন একই ঘটনা কার্তিক আরিয়ানের সঙ্গেও ঘটানোর চেষ্টা হচ্ছে। কার্তিক অনেক চ্যালেঞ্জের পরেও আজকে যেখানে আছে, সেটা তার কঠোর পরিশ্রম এবং হাসিমুখে সংগ্রামের ফল। কিন্তু এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়।

অমাল মালিকের এই মন্তব্যের পর কার্তিক আরিয়ানের অনুরাগীরা তাকে নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যার কারণে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যা আবারও সেই পুরনো ঘটনা অর্থাৎ,সুশান্তের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে মাথাচাড়া দিয়ে তুলেছে।  

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হন। পুলিশ সে সময় জানায়, সুশান্ত আত্মঘাতী হয়েছেন।

তবে শোনা যায়, তিনি অনেক কাজ হারিয়েছিলেন এবং কিছু প্রযোজক তাকে বয়কটও করেছিলেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন