ইরানের বিক্ষোভে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ, ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি
শুক্রবার (০৯ জানুয়ারি) টেলিভশন ভাষণে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি অভিযোগ করেছেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই বিক্ষোভকারীরা সহিংসতা করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচিও এক সাক্ষাতকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রত্যক্ষ হস্তক্ষেপে আন্দোলন সহিংস হয়েছে।
এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, সহিংসতাকে উৎসাহ দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
প্রতিক্রিয়ায় ট্রাম্প আবারো বলেছেন, বিক্ষোভকারীদের ওপর ইরানি কর্তৃপক্ষ গুলি চালালে প্রয়োজনে সরাসরি সামরিক হামলার নির্দেশ দিবে যুক্তরাষ্ট্র।
এসএইচ//