ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা একটু আগে গুরুত্বপূর্ণ একটি মিটিং করেছেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন।
তিনি বলেন, নির্বাচনের দুটি সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলের প্রথমার্ধে, আবার বলা হয়েছিল সব প্রস্তুতি সম্পন্ন হলে, সংস্কার হয়ে গেলে রোজার আগেই নির্বাচন হতে পারে।
শফিকুল আলম বলেন, নির্বাচনকেন্দ্রীক আইনশৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি। এসব প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার ফোর্স নিয়োগ হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মুহাম্মাদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।