জাতীয়

ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের নাটকীয় কাণ্ড!

ছবি: সংগৃহীত

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বললেন, “বিমানে বোমা!” — শুনতে সিনেমার চিত্রনাট্য মনে হলেও, ঘটনাটি বাস্তব এবং ঘটেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা একটি নম্বর থেকে ফোন করা হয়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে স্থগিত করা হয় ফ্লাইটটি, চলে প্রায় ৩ ঘণ্টার নিবিড় তল্লাশি। তবে শেষ পর্যন্ত বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

এই ঘটনায় তদন্তে নেমে চমকপ্রদ তথ্য জানতে পারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, ‘বিষয়টি শুরু হয় একটি পরকীয়া সম্পর্ক দিয়ে। একজন ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পৌঁছে যায় তার স্ত্রী এবং মায়ের কানে। এরপরই মায়ের মাথায় আসে সিনেমাটিক এক কৌশল—ছেলেকে আটকাতে বিমানেই ‘বোমা আছে’ বলে ফোন করে দেন তিনি।’

র‍্যাব জানায়, এই ভুয়া বোমা সংবাদের পেছনে মূল হোতা ছেলের মা। ছেলের এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটের তথ্য নিয়ে তিনি সরাসরি ফোন দেন বিমান নিয়ন্ত্রণ কক্ষে। আর এতেই এলোমেলো হয়ে যায় পুরো শিডিউল, আতঙ্কে পড়ে যাত্রীরা।

র‍্যাব ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। তদন্তে আরো বিস্তারিত তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন