চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি
রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার রহস্য উন্মোচন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্যবসায়িক বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
শনিবার (১২ জুলাই) ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় একটি ভাঙারির দোকান ঘিরেই মূল বিরোধ তৈরি হয়েছিল। দোকানের মালিকানা ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে সোহাগের সঙ্গে অন্য পক্ষের বিরোধ চলছিল অনেক দিন ধরেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে মামলার প্রধান আসামি মাহিনও রয়েছেন।
তবে সোহাগের এই হত্যাকাণ্ড, শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে সেটি নিয়ে তদন্ত চলছে। চলমান এই তদন্তে রাজনৈতিক কোনো বিবেচনা আমলে নেয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, গেল ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় লাল চাঁদ সোহাগকে। হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
নিহতের বোন কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১৯ জনের নাম উল্লেখ করেছেন। একইসঙ্গে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এমএ//